চট্টগ্রাম,২৯ অক্টোবর, ২০২৩:
যাত্রী ও পণ্যবাহী এবং ব্যক্তিগত গাড়ি মিলিয়ে কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে প্রথমদিন ২৯ অক্টোবর ১৪ ঘণ্টায় তিন হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। আজ বিএনপির ডাকা হরতালেও টানেল পারাপারে বিকালের দিকে গাড়ির ভিড় ছিল বলে জানা গেছে।
টানেলটি সকাল ৬ টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাত আটটা পর্যন্ত টোল আদায় হয়েছে সাড়ে ছয় লাখ টাকার বেশি।
প্রতি ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২২০টি।
পতেঙ্গা থেকে বাস নিয়ে প্রথমে টানেলে প্রবেশ করেন দুলাল সিকদার নামে এক বাস চালক। আনোয়ারা প্রান্ত থেকে টানেলের প্রথম পারাপার করেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা।
বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেল গত ২৮ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে অর্থাৎ টানেলের উত্তর প্রান্তে তিনি টানেল
টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে গিয়ে প্রথমে টানেলের টোল পরিশোধ করেছিলেন।