চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৩:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশব্যাপি আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন। চট্টগ্রামেও আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দলটি।
আজ বুধবার সন্ধ্যায় নির্বাচনি তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
ঘোষণার পর থেকে শুরু স্বাগত র্যালি ও আনন্দ মিছিল শুরু করা হয়।
মিছিল ও সমাবেশ থেকে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সমাবেশ থেকে দলীয় নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। হরতাল-অবরোধের নামে বিরোধি রাজনীতিকরা কোন নাশকতার চেষ্টা চালালে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়ায় বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নিয়েছেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা সদরের ইছাখালী এলাকায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান মুন্সিরঘাটায় রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ মিছিল করেছেন বুধবার সন্ধ্যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াবের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজানের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। তফসিল ঘোষণার পরপরেই তাৎক্ষণিক মিছিলটি ফটিকছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে এসে পথ সভায় মিলিত হয়। মিছিলে অংশ নেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, সহ সভাপতি শানেওয়াজ চৌধুরী, ইব্রাহিম সবুজ, সরোয়ার উদ্দীন, আবুল বশর, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, মুক্তিযোদ্ধা খয়রুল বশর, শফিউল আজম, লোকমান হোসেন, শাহাবুদ্দিন, হোসেন শহিদ জাফর আলম, শারমিন নুপুর, মোহাম্মদ আলী, এস এম হারেচ, কাজী রহমতুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সেক্রেটারি রায়হান রুপু প্রমুখ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আনন্দ মিছিল করেছে। বুধবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচীর পর আনন্দ মিছিল করেন তারা।
উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ, চাতরী চৌমুহনী বাজারে যুবলীগ, কালাবিবি দিঘীর মোড়ে স্বেচ্ছাসেবক লীগ, আনোয়ারা সদরে ছাত্রলীগ ও উপজেলার ১১ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাকটর , বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী প্রমুখ।
Discussion about this post