চট্টগ্রাম,০৩ ডিসেম্বর,২০২৩:
স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় আসনভিত্তিক মোট ভোটারের এক শতাংশের সমর্থন দেখাতে হয়। চট্টগ্রামে সমর্থিত ভোটার সংক্রান্ত তথ্যে ত্রুটি থাকায় মিরসরাই আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ ১২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তারা হলেন- চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী, মোহাম্মদ শাহজাহান, রিয়াজ উদ্দিন,চট্টগ্রাম-৩ আসনের নিজাম উদ্দিন নাছির ও আমিন রসূল,চট্টগ্রাম-৪ আসনের ৪ প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন, মোহম্মদ ইমরান, দিদারুল আলম, আখতার হোসেন, চট্টগ্রাম-৫ আসনের দুই প্রার্থী নাছির হায়দার চৌধুরী, মোহাম্মদ শাহজাহান। তাদের বিরুদ্ধে ভুয়া ভোটার দেখানোর অভিযোগ করা হয়েছে।
তবে যেসব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তারা তারা আনীত অভিযোগের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
আজ ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই করে তাদের মনোনয়ন বাতিল করে।
এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ভোটার সমর্থকের তালিকায় গরমিল থাকায় মনোনয়ন পত্রগুলো বাতিল করা হয়। বাতিল হলেও প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। এছাড়া কয়েকজন প্রার্থীর নথিপত্র পর্যাপ্ত না থাকায় তাদের সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আজ চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
চট্টগ্রামে ১৬ আসনে মোট ১৫১ জন মনোনয়ন জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর।
আর ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বচনি প্রচারণা শুরু করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
Discussion about this post