চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০২৩:
চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি জননেতা সোলায়মান আলম শেঠ বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে বোয়ালখালীর আসনকে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ বাস্তবায়নে রূপ দিতে কাজ করব ইনশাল্লাহ। গণসংযোগকালে জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ। নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে প্রাণপণ চেষ্টা করবো এবং বিশেষ করে আমি এশিয়ার দ্বিতীয় বৃহত্তর জুটমিল আমিন জুটমিল ও আমিন টেক্সটাইল পুনরায় চালু করতে সরকারের নিকট আপনাদের প্রতিনিধি হয়ে দাবি উত্থাপন করব, এটাই হবে আমার এই এলাকার প্রথম দাবি। ২৪ ডিসেম্বর নগরীর বহদ্দারহাট, শুলকবহর, মুরাদপুর, হামজারবাগ, আতুরার ডিপো, আমিন জুটমিল, মোহাম্মদ নগর, চৌধুরী নগর, বার্মা কলোনিতে ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় যুবসংহতির সদস্য সচিব কে.এম আবছার উদ্দিন রনি, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আলী ইমরান চৌধুরী, পাঁচলাইশ থানা জাতীয় পার্টির সভাপতি এস.এম. সাইফুল্লাহ সাইফু, সদস্য সচিব আবদুল গণি, মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব আবু হানিফ নোমান, আমিন জুটমিল শিল্পাঞ্চল জাপার সভাপতি মো. এনামুল হক রাশেদ, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বায়েজিদ থানার জাপা নেতা মো. সাইফুল, মো. জসিম উদ্দিন, মো. হানিফ প্রমুখ। বিজ্ঞপ্তি
Discussion about this post