চট্টগ্রাম, ৩১ ডিসেম্বর, ২০২৩:
খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
৩১ ডিসেম্বর, রোববার প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ এসটিএস উদ্বোধন করতে গিয়ে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলোকে পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ। নালায় ফেলা পলিথিন নগরীতে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবহমানতা নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি। এরপরও যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এরপর মেয়র ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রিজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ হাফেজিয়া রোড, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান রোড এবং কাজেম আলী রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে ২০১৭ সালের ১৬ জানুয়ারি এডিবির অর্থায়নে আবর্জনা ও বর্জ্য ডাম্পিংয়ের জন্য ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১২টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) মধ্যে পাঁচটির উদ্বোধন করেছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসটিএসগুলো নির্মাণ করা হয়েছিল।
নগরীর এয়ারপোর্ট রোডের ১৪ নম্বর ঘাট এলাকায় এসটিএস-৫, ৬, ৮, ৯ ও ১১ যথাক্রমে এফআইডিসি রোড, এয়ারপোর্ট রোড, সাগরিকা, পোর্টকানেকটিং রোড, পশ্চিম মাদারবাড়ির বরিশাল কলোনির পাঁচটি এসটিএসের ফলক উন্মোচন করেছিলেন সাবেক মেয়র।
Discussion about this post