চট্টগ্রাম, ২৪ জানুয়ারি, ২০২৪:
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বীর চট্টলার সুর্যসন্তান, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯০তম ফাঁসি দিবসে দিবসের স্মরণ আলোচনা সভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান গত ১২ জানুয়ারি সকালে জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা রাজনীতিবিদ ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশিষ সেন, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, লিটন কুমার চৌধুরী, প্রকৌঃ সিঞ্চন ভৌমিক, সংগীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, তপন কুমার ভট্টাচার্য, কানুরাম দে, নিলয় দে, সজল সিকদার, মোঃ তিতাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, বীর চট্টলায় জন্ম নেয়া এই বীর বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্যসেনের বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। বিজ্ঞপ্তি
Discussion about this post