চট্টগ্রাম, ১৮জানুয়ারি, ২০২৪:
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশে ৭ জানুয়ারির সাধারণ নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক না হলেও এই নির্বাচনের মাধ্যমে জাতি সংকট কাটিয়ে উঠল।
তিনি বলেন, ‘নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়নি। একটি বড় দল শুধু বর্জনই করেনি, নির্বাচন প্রতিহত করতেও চেয়েছিল। নির্বাচনের মাধ্যমে জাতি স্বস্তি পেয়েছে; ঢাকায় নির্বাচন কমিশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, আমরা স্বস্তি পেয়েছি।
নির্বাচন পরিচালনার সাথে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে। সরকারের সহযোগিতা ছাড়া এত বড় অভিযান সফল করা সম্ভব ছিল না।
যদিও সিইসি জোর দিয়ে বলেছেন যে জাতি উদ্বেগ ও সংকট কাটিয়ে উঠেছে, তবে তিনি স্বীকার করেছেন যে এটি স্থায়ী সমাধান নয়।
‘রাজনীতিবিদদের আস্থা না থাকলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা পায় না। প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের কারণে সংকট দেখা দিলে দেশের উন্নয়নও আটকে থাকবে। রাজনৈতিক নেতৃত্বের উচিত নির্বাচন মোকাবেলার উপায় খুঁজে বের করা।
আগামীতে নির্বাচন আরও গ্রহণযোগ্য করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দেন তিনি। ভবিষ্যতে বিতর্কের অবসান ঘটাতে তিনি এ ধরনের ব্যবস্থার সংকট সমাধানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান বলেন, ইসি বিশ্বাস নিয়ে কাজ করে সফল হয়েছে।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে সরকার কমিশনকে সহযোগিতা করেছে।
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া দল ও সরকার ইসিকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। শতকরা হার নিয়ে বিভ্রান্তির বিষয়ে কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান বলেন, বিকাল সাড়ে ৩টায় শেষ ব্রিফিং হলে কোনো বিভ্রান্তি হতো না।
দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। #ছবি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)