চট্টগ্রাম,২৫ জানুয়ারি, ২০২৪:
শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে আজ বৃহস্পতিবারবার দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরের মমতা অডিটরিয়ামে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ এর উদ্যোগে আয়োজিত সভায় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি -এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ। সভায় অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও তথ্য অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন এমআরএ এর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক জিনাত আমান বন্যা, মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ মমতার কর্মকর্তা ও অংশীজন প্রতিনিধিবৃন্দ।
সভায় প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি -এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে শুদ্ধাচারের বিকল্প নেই। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশাসন প্রতিষ্ঠায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি উন্নয়ন সংস্থা মমতার নানামুখি উন্নয়নমূলক কাজের প্রশংসা করে বলেন, মমতা তার সকল কার্যক্রমে সুনিপুণভাবে শুদ্ধাচার কর্মপরিকল্পনা যথাযথভাবে প্রতিপালন করছে, এবং এ ধারা অব্যহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।