চট্টগ্রাম,২৬ জানুয়ারি, ২০২৪:
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি অনেক পুরনো। এরপরও কেন সার্কিট বেঞ্চ স্থাপন করা হয়নি তা আমি জেনে নিব, কথা বলব- এরপর এই বিষয়ে করণীয় ঠিক করা হবে। গতকাল ২৫ জানুয়ারি চট্টগ্রামে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এর আগে বিকালে বিচার বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান-মত বিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিচারকগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা।
এরপর সন্ধ্যায় তিনি চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এই সম্মিলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি অনেক পুরনো। এরপরও কেন সার্কিট বেঞ্চ স্থাপন করা হয়নি তা আমি জেনে নিব, কথা বলব- এরপর এই বিষয়ে করণীয় ঠিক করা হবে।
সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম আজিজ আহমদ ভূঞা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এড. তরুণ কিশোর দেবের সভাপতিত্বে প্রধান বিচারপতির সহধর্মিণী নাফিজা বানু,সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম আজিজ আহমদ ভূঞার সহধর্মিণী মৌসুমী আহমদ, এড. এ এস এম বদরুল আনোয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষালকে সংবর্ধনা প্রদান করে বিজয়া সম্মিলন পরিষদ।
Discussion about this post