চট্টগ্রাম, ২৬ জানুয়ারি, ২০২৪:
মিয়ানমার জান্তা সরকারের কারাগারে আটক সাবেক স্টেট কাউন্সেলর অং সান সু চির ঐতিহাসিক পারিবারিক বাড়ি বিক্রির পক্ষে রায় দিয়েছে ইয়াঙ্গুনের একটি আদালত| আদালতের ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার রেডিও ফ্রি এশিয়াকে এই তথ্য জানিয়েছে।ইয়াঙ্গুন অঞ্চলের কামাউত জেলা আদালত বৃহস্পতিবারের আদেশ দেয়। ইয়াঙ্গুনের বাহান শহরের বাড়িটির অবস্থান।
অং সান সু চির পারিবারিক বাড়িটি নিয়ে তার ভাইদের মধ্যে বিরোধ ছিল। বাড়িটি বিক্রির পরে তা থেকে আসা আয় সু চির ভাইবোনদের ভাগ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯৪৭ সালে জেনারেল অং সানকে হত্যার পর বাড়িটি অং সান সু চির মা খিন চিকে দেওয়া হয়েছিল।
সামরিক শাসনামলে অং সান সু চি সেখানে প্রায় ১৫ বছর গৃহবন্দী ছিলেন। ছায়া জাতীয় ঐক্য সরকার বাড়িটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এবং জান্তা বিক্রি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।
২০২২ সালের ২২ আগস্ট জান্তা-নিয়ন্ত্রিত ইউনিয়ন সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল যে অং সান ও-এর আপিলের অধীনে বাড়িটি নিলাম করা হবে৷
অং সান সু চিকে প্রাক্তন রাষ্ট্রপতি উইন মিন্ট এবং ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির অন্যান্য নেতাদের সাথে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরপরই গ্রেপ্তার করা হয়েছিল।
জান্তা ১৯টি অভিযোগে ৭৮ বছর বয়সী সুচিকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়। গত আগস্টে তাকে সাধারণ ক্ষমার অংশ তার সাজা কমিয়ে ২৭ বছর করা হয়েছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচি প্রথমে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের নির্জন কোটরে বন্দী ছিলেন। তাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।