চট্টগ্রাম, ০৩ ফেব্রুয়ারি, ২০২৪:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে ৩০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা বর্তমানে জুয়েলারি স্বর্ণ ক্রয়-বিক্রয়ে সফটয়ার ব্যবহার করার মাধ্যমে ব্যবসায় গতিবৃদ্ধি, নিরাপত্তা সহ অন্যান্য বিষয় নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম এবং বাজুস নেতৃবৃন্দ এই মর্মে প্রত্যয় ব্যক্ত করে। বাজুস সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে শাহজাহান ছিদ্দিকীর লিটন ও রাজীব ধর তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুস সাধারণ সম্পাদক প্রণব সাহা, সিনিয়র সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক, সিদুল ধর, দীলিপ কুমার ধর, হারাধন মহাজন, লিটন কান্তি ধর, যীশু বণিক, কাজল বণিক, প্রদীপ গুহ, হীরন্ময় ধর, সুকুমার দে, খোকন ধর, মো. নুরুল হক, সুজিত কুমার ধর, প্রতাপ ধর, মিনা নাথ ধর, তপন কান্তি ধর, মিন্টু ধর, শম্ভু ধর, বরুন হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, শান্তুনু বণিক। অনুষ্ঠানে দু’হাজার লোকের মেজবানি ভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের চট্টগ্রামের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Discussion about this post