চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪:
মিয়ানমার সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আজ ১৬ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রামে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। তিনি বলেন, আরাকান আর্মির সাথে মিয়ানমারের যুদ্ধের কারণে কিছু গোলাগুলির শব্দ এদিকে আসছে। তাদের কেউ কেউ আত্মরক্ষার্থে এদিকে পালিয়ে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করছি আমরা। তাদেরকে আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছি না। এজন্য বিজিবির ফোর্স বাড়ানো হয়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ড সজাগ রয়েছে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম পুলিশ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলাপ আলোচনা হয়েছে বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের আরো বলেন, আমি ব্যক্তিগত একটি প্রোগ্রামে আসছি। এখানে কিছু বার্নিং কোয়েশ্চন রয়েছে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। এতক্ষণ সেই আলাপ আলোচনাই আমরা করেছি। পুলিশবাহিনী সারাদেশের নিরাপত্তা বাহিনী সারা দেশে খুব সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা স্ট্রং ভূমিকা ছিল- একটি সুন্দর অবাধ নির্বাচন হওয়ার। সেটি দেশবাসী লক্ষ করেছেন। শুধু দেশবাসী না সারা পৃথিবীর মানুষ এটা লক্ষ্য করেছেন একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও টানা চতুর্থবারের মত এবং পঞ্চমবারের মত দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দেশের শাসনভার নিয়েছেন। তার যে অগ্রযাত্রা, তার যে উন্নয়নের অগ্রযাত্রাটা এটা আগের মতই চলবে। এটা বাংলাদেশের জন্য আশীর্বাদস্বরূপ।
জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচনে দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হবে না বলেও তিনি তার পার্টির সিদ্ধান্তের কথা জানান আগামী উপজেলা নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে জবাবে। যেহেতু নৌকা প্রতীক থাকবে না, যার যার প্রতীক নিয়ে তারা ফাইট করবে তারা কে কতখানি জনপ্রিয় সেটাই প্রমাণ হবে। আমরা চাই জনপ্রিয় লোকগুলো নির্বচনে আসুক। জনপ্রিয় লোকগুলো নির্বাচনে আসলে তাদের এলাকার উন্নয়ন করতে তারা বাধ্য হবে। জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে, আমাদের এই অভিজ্ঞতায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিজ্ঞতার আলোকে আরও সুন্দর একটা নির্বাচন অর্থাৎ এই ধারাবাহিকতা তারা রক্ষা করবে।
এছাড়া গ্রামীণ টেলিকমের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ড. ইউনূসের ব্যাপারটি আদালতে ব্যাপার। আদালত যে আদেশ দিচ্ছেন আমরা সেটা বাস্তবায়ন করছি।
Discussion about this post