চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় ৪ ছাত্রকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত শিক্ষকের নাম নাছির উদ্দিন(৩৫)। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩-এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন। রায় ঘোষণার সময় নাছির আদালতে উপস্থিত ছিলেন।
ধর্ষক নাছির চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন মহত পাড়া এলাকার আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার হোস্টেল সুপার ছিলেন। ছাত্র যৌন নিপীড়নের ঘটনায় মাদ্রাসা থেকে তাকে আগেই বরখাস্ত করা হয়। নাছির কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল ৩ নম্বর ওয়ার্ডের ছোট বেউলার নুরুল ইসলামের পুত্র।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জিকো বড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান,“নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আসামি আদালতে সিরিয়াল রেপিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে।
নাছির উদ্দিন তার রুমে রাতে ঘুমন্ত ৪ শিশুকে ডিকে নিয়ে ধর্ষণ করত।এই ঘটনায় ১০ বছর বয়সী এক ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার অভিভাবকের কাছে ঘটনা জানালে ২০২০ সালের ২০ অক্টোবর চার ছাত্রের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি এবং ভিকটিমদের ২২ ধারার জবানবন্দি পর্যালোচনায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দেন।