চট্টগ্রাম, ৮ মার্চ, ২০২৪:
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেছেন, শিক্ষার্থীদের হার্টকে সুস্থ ও সবল রাখতে স্কুলভিত্তিক হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা সত্যিই প্রশংসার যোগ্য। তাই শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে মন ভালো ও সুন্দর হবে।
আজকের শিক্ষার্থীদের একজন চৌকস ও ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সকল বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। আগামীতে সব বিষয়ে দক্ষরাই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা পালন করবে। ইউএনও শুক্রবার সকালে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্প ও স্কুলভিত্তিক হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের উদ্বোধক ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হৃদরোগ হচ্ছে মানুষের অন্যতম প্রধান ব্যাধি। তাই সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার পাশাপাশি মাদক গ্রহণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মনে রাখতে হবে, হার্ট এটাকের ঝুঁকি শুরু হয় স্কুল জীবন থেকে। অনেকেই খারাপ সঙ্গে পরে স্কুল জীবন থেকে ধূমপান শুরু করে। তাই সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গ্রামীণ পর্যায়ে স্কুল থেকে প্রচারণা শুরু করা হচ্ছে। আগামীতে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আমরা চাই স্কুল জীবন আনন্দময়, সুখময় ও উৎপাদনশীল হোক।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, ডা.এ কে এম নাসির উদ্দীন চৌধুরী, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ডা. উজ্জ্বল চক্রবর্তী, ডা.প্রবাল চক্রবর্তী, ডা. তন্ময় শীল, ডা. অভিজিৎ সাহা, ডা. ইয়াছমিন সুলতানা ও ডা.অপরাজিতা দে।
স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।
শুক্রবার সকাল থেকে ১০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দু’শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন গঠিত হওয়ার পর এই প্রথম সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে স্কুল ভিত্তিক হৃদরোগ প্রতিরোধ উপলক্ষে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।