চট্টগ্রাম,১৫ এপ্রিল, ২০২৪:
চন্দনাইশ উপজেলা বরমাতে বন্য হাতির আক্রমণে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ১৫ এপ্রিল (সোমবার) সকালে বরমা বাইনজুরি এলাকায় বন্য হাতি জাকির হোসেন সওদাগর (৬২) ও সালাউদ্দিন (৩৯)নামে দুই ব্যক্তিকে আক্রমণ করে। তাদের মধ্যে জাকির হোসেনকে ২টি বন্য হাতি পদপিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি জাকির হোসেন মধ্যম বাইনজুরির মৃত মুুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের ছেলে বলে জানা যায়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে ।
প্রত্যক্ষদর্শী জানা যায়, সকালে জাকির হোসেন জমিতে কাজ করার সময় ২টি বন্য হাতি তাকে আক্রমণ করে। পরে তাকে হাতির পায়ের পৃষ্টে ফেলে মেরে ফেলে। অপর দিকে বরমার ছেবন্দী এলাকার নজরুল ইসলামের ছেলে সালাউদ্দিন দোকানে যাওয়ার পথে বন্য হাতিদ্বয় আক্রমণ করে শঙ্খ নদী পার হয়ে সাতকানিয়া উপজেলার দিকে চলে যায়। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক জাকির হোসেনের লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা, সালাউদ্দীনের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন। পরে তিনি সরকারিভাবে নিহত ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকা, আহত ব্যক্তির জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহয়তা পাওয়ার ব্যাপারে আইনগত পরামর্শ দেন। আজ সোমবার বাদে যোহর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে জাকির হোসেনের লাশ দাফন করা হয়।
বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু জানান সকাল সাড়ে সাতটার দিকে দুটি বন্য হাতি বরমা বাইনজুরি এলাকায় ঢুকে এ তাণ্ডব চালায়। এতে জাকির হোসেন সওদাগর নিহত ও সালাউদ্দিন আহত হয়।
ছবির ক্যাপশন: চন্দনাইশে পাড়ার ভেতর ঢুকে পড়ে বন্যহাতি
Discussion about this post