চট্টগ্রাম, ১৮ এপ্রিল, ২০২৪:
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা, অস্ত্র ও টাকা লুটের দু’টি মামলায় ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সংশ্লিষ্টতায় গ্রেফতার করা ৫৭ জনকে আজ ১৮ এপ্রিল, বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের মধ্যে ৫৩ জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর এবং অপর ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রিমান্ডে পাঠানো ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় আসামিদের বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয়।
এসময় সরকারপক্ষ আসামিদের রিমান্ড মঞ্জুর আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন মঞ্জুরের আবেদন পেশ করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫৩ জনের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ প্রদান করেন।
আদেশে একজন অন্তঃস্বত্তা নারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা প্রদান করা হয়।
গত ৮ এপ্রিল যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে রুমা উপজেলার বেথেলপাড়া থেকে ১৮ জন নারীসহ ৪৯ জনকে গ্রেফতার করে। অন্যদের বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়।
Discussion about this post