চট্টগ্রাম, ৫ মে, ২০২৪:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মংলা বন্দরের আপগ্রেডেশন প্রোগ্রাম চলমান আছে। মংলা বন্দরের ড্রেজিং ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবং ইনারের ড্রেজিং চলমান আছে। এর মধ্য দিয়ে মংলা বন্দর চট্টগ্রাম বন্দরের সম পর্যায়ের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আজ সকালে
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের স্পেশাল ব্যাচ-২০২৩ প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,
বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরকে আরো আধুনিকায়ন করেছি। চট্টগ্রাম বন্দর এখন শুধু বন্দরের মধ্যেই সীমাবদ্ধ নয়, আশা করছি সবকিছু যদি সঠিকভাবে এগিয়ে যায় এবছরের মধ্যে বে টার্মিনাল নির্মাণের কাজ শুরু করতে সক্ষম হব। এর বাইরেও মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নতুন বন্দর পায়রায় স্থাপন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিপিং কর্পোরেশনের বহরকে আবার নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে বলে জানান। তিনি বলেন, ইতিমধ্যে ছয়টি নতুন জাহাজ যুক্ত হয়েছে আরো অনেক জাহাজ এই বহরে যুক্ত হবার কার্যক্রম অব্যাহত আছে।
এছাড়া আরো চারটি মেরিন একাডেমির কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও নৌ পরিবহন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আরো তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে যে কয়টি মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় একটি। পৃথিবীতে ১২ টি মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বাংলাদেশের বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় অন্যতম। সমুদ্র পরিবহন সেক্টরে গত ১৫ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, উন্নত দেশে পরিণত হওয়ার পথে শিপিং সেক্টরও জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইন্সটিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী এবং মেহেরপুর স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা আগামী ২০২৬ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।কোর্সের ১৭৭ প্রশিক্ষণার্থীর মধ্যে
অল রাউন্ডার হিসেবে গোল্ড মেডেল অর্জন করেন কে এম মাইনুল ইসলাম এবং সিলভার মেডেল অর্জন করেন মোঃ মেহেদী হাসান হিমেল।
এতে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। এতে দেশের সামরিক বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post