চট্টগ্রাম, ৭ মে, ২০২৪:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং দাবা কমিটির আয়োজনে সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ ২০২৩-২৪ আগামী ১৬ মে, বৃহস্পতিবার বিকালে ৩ টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে এবং প্রথম বিভাগ দাবা লীগ ২৪ মে, শুক্রবার বিকাল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে। প্রিমিয়ার ডিভিশন লীগে অংশগ্রহণকারী ১০টি দলসমূহ হল: কোয়ালিটি স্পোটর্স ক্লাব, আবেদীন ক্লাব, বাকলিয়া একাদশ, লিটল ব্রাদার্স, পাঁচলাইশ যুব সংঘ, কর্ণফুলী ক্লাব, ফ্রেন্ডস্ ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আগ্রাবাদ কমরেড ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ। ১ম বিভাগ দাবা লীগ ২০২৩-২৪ এ অংশগ্রহণকারী দল সমূহ হল: ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এস.এ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মাদারবাড়ী উদয়ন সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সিটি ক্লাব, ক্যাথলিক ক্লাব, কল্লোল সংঘ গ্রীণ, কল্লোল সংঘ, কোয়ালিটি ব্লুজ, শতাব্দী গোষ্ঠী, ফ্রেন্ডস ক্লাব (জুনিয়র), রাইজিং স্টার ক্লাব, রাইজিং স্টার ক্লাব (জুনিয়র), চট্টগ্রাম ওয়াসা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, টাউন ক্লাব, ডবলমুরিং ক্লাব, পিডিবি আর.সি গ্রীণ, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, হালিশহর লাকী ক্লাব, চিটাগাং ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), নবীন মেলা, রাফা ক্রিকেট ক্লাব, চবক ক্রীড়া সমিতি (সাদা), চবক ক্রীড়া সমিতি ও বাংলাদেশ রেলওয়ে র্যাঞ্জার্স। ক্লাব প্রতিনিধির সাথে মত বিনিময় সভা আগামী ১৪ মে, মঙ্গলবার বিকাল ৫ টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধি উপস্থিত থাকার জন্য দাবা কমটির সম্পাদক মিসেস তনিমা পারভিন অনুরোধ জানিয়েছেন। প্রিমিয়ার লীগে অংশগ্রহণের সম্মতিপত্র আগামী ১৩ মে, সোমবার, রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দিতে হবে। প্রিমিয়ার ডিভিশনের অংশগ্রহণকারী দলসমূহের রেজিস্ট্রেশন ফরম আগামী ১৪ মে, রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয় থেকে সংগ্রহ কররে ১৫ মে রাত ৮ টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। ১ম বিভাগ লীগে অংশগ্রহণের সম্মতিপত্র আগামী ২১ মে, মঙ্গলবার, রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দিতে হবে। ১ম বিভাগে অংশগ্রহণকারী দল সমূহের রেজিস্ট্রেশন ফরম আগামী ২২ মে , রাত ৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয় থেকে সংগ্রহ করে ২৩ মে, রাত ৮ টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানায়। বিশ^ দাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট হিসেবে গণ্য হবে। প্রিমিয়ার ডিভিশন লীগ ১৬-২২ মে ৭ দিন ব্যাপী রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে এবং ১ম বিভাগ দাবা লীগ ২৪-৩০ মে ৭ দিন ব্যাপী সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি# ছবি: সংগৃহীত- প্রতীকী ছবি
Discussion about this post