চট্টগ্রাম, ১২ মে, ২০২৪:
এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে এবার এসএসসি পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ’ র সংখ্যা এবং উত্তীর্ণদের শতকরা হিসাবে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছে। জিপিএ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন এসএসসি উত্তীর্ণ ছাত্রছাত্রী।
চট্টগ্রাম বোর্ডে মোট১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থির মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। যেখানে ছাত্র ৮২.২৯% ও ছাত্রী ৮৩.২১%। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ছিল ১লাখ ৪৫ হাজার ২৪ জন।
এসএসসির ফলাফল ঘোষণা উপলক্ষে মাউশি, চট্টগ্রাম আজ দুপুরে তাদের সম্মেলন কক্ষে এই তথ্য তুলে ধরেন। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিবুর রহমান । উপস্থিত ছিলেন বোর্ডের ডিডি প্রফেসর এমদাদ হোসেন, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ পরীক্ষা নিয়ন্ত্রক দিদারুল আলম।
এবারের ফলাফলে জিপিএ পাওয়া ছাত্র ৫০৭৩ ও ছাত্রী সংখ্যা৫৭৫০জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় জিপিএ বেশি পেয়েছে ছাত্রীরা। পাসের হার বিজ্ঞানে৯৪.৫২℅ মানবিক ৭৩.২৩℅ ব্যবসায় শিক্ষায় ৮৪.১১℅।
পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম মহানগরে পাশ করেছে ৮৭.০৬℅ ও জেলায় ৮৩.৬৮℅।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৪৫৭৫৩টি।
। এরমধ্যে ৪৪ টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
ছবি: প্রধান শিক্ষকের সাথে চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ ছাত্ররা
Discussion about this post