চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সৎসঙ্গ পাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ধর্মপুর শাখার উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব মহা মহোৎসব উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী গঙ্গা আরতি, যুব ও মাতৃ সম্মেলন, মহামঙ্গল শোভাযাত্রা, মহতি ধর্মসভা ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় প্রথম অধিবেশনে ১৩৭টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রী শ্রী গঙ্গা আরতি শুভ উদ্বোধন করেন- সমাজ উপ-কমিটির আহবায়ক শ্রী শম্ভু মিত্র ও শ্রী শ্রী গঙ্গা আরতি পরিচালনা করেন, শ্রী শ্রী জ্বালকুমারী মায়ের মন্দিরের পুরোহিত শ্রী প্রকাশ চক্রবর্তী।
গঙ্গা আরতি অনুষ্ঠানে আলোকিত বক্তা ছিলেন, চট্টগ্রামের গোসাইলডেঙ্গা সৎসঙ্গের সাধারণ সম্পাদক শ্রী নিখিল দত্ত, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাবেক সহ সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন দাশ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর পরিদর্শক শ্রী ত্রিদীপ দাশ।
একইদিন রাত ৮ টায় দ্বিতীয় অধিবেশনে যুব ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ধর্মপুর শাখা সৎসঙ্গের নির্বাহী সভাপতি শ্রী সুজিত মিত্রের সভাপতিত্বে ও আশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি শ্রী পীযূষ সিকদারের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন- সহ প্রতি ঋত্বিক শ্রী সমীর কান্তি দে।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের গোসাইলডাঙ্গা সৎসঙ্গের সভাপতি শ্রী নির্মল কান্তি দেবনাথ লিটন, প্রধান ধর্মীয় বক্তা ছিলেন, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সভাপতি অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী ও আলোকিত অতিথি ছিলেন, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা শ্রীমতি নয়নমনি দাশগুপ্তা, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ মহিলা সম্পাদিকা শ্রীমতি পাপড়ি কারণ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মাতৃ সম্মেলন সদস্যা শ্রীমতি লিপিকা তালুকদার ও অবসরপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শ্রী বিশ্বনাথ মজুমদার।
২৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রথম অধিবেশনে মহামঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে উদ্বোধক ছিলেন, প্রবীণ সৎসঙ্গী শ্রী চিত্তরঞ্জন মিত্র ও তার পরিবারবর্গ। পরে মহামঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
একইদিন দুপুর ১২ টার দিকে মহতি ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শ্রী রণধীর মজুমদার ও আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সুমন মজুমদারের যৌথ সভাপতিত্বে ধর্মীয় আলোচক ছিলেন, পাবনা হিমায়তপুরের ঋত্বিকবৃন্দ।
এ সময় আলোকিত অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সহ সভাপতি শ্রী অনিল পাল, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক শ্রী মদন দাশ ও বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী নন্দন দত্ত, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রী ভাস্কর চৌধুরী, আইটি সম্পাদক শ্রী বিপ্লব সুশীল, কোলাক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী কৃষ্ণ দাস, বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সন্তোষ বিশ্বাস, আইডিএফ পটিয়া শাখার সিনিয়র সহ ব্যবস্থাপক শ্রী সুমন কান্তি দে ও বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী মনিন্দ্র দাশ।
মহতি ধর্মসভায় গীতা পাঠ করেন, শ্রীমতি অদিতি সেন, শ্রীমতি প্রীতি মজুমদার ও স্বাগত বক্তব্য দেন , শ্রীমতি রুম্পা সিকদার ও ১৩৭তম আবির্ভাব স্মরণ মহোৎসব উদযাপন পরিষদের আহবায়ক শ্রী রিপন মিত্র ও সদস্য সচিব শ্রী রাজীব পাইক।
Discussion about this post