ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি গঠন হয়েছে। এতে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরীকে সভাপতি, সৈয়দ আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ২৭ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এ কমিটিতে এনামুল হক চেয়ারম্যানকে সিনিয়র সহ-সভাপতি, ডা. আমিন উল্লাহ ফরহাদ, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ফরিদুল আলমকে সহ-সভাপতি, সরোয়ার কামাল, মুহাম্মদ জিন্নাত আলী, মুহাম্মদ ওসমান গণি, দিদারুল আলম, ইরান চৌধুরী, মো. কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেনকে সহ সেক্রেটারি, মো.মহিউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইমরানকে সহ সাংগঠনিক, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে অর্থ সম্পাদক, মোহাম্মদ রফিক উদ্দিনকে সহ অর্থ সম্পাদক, মেজবাহ তামিমকে দপ্তর ও প্রচার সম্পাদক, জয়নাল আবেদীনকে সহ দপ্তর ও সহ প্রচার সম্পাদক, সাইফুল্লাহ মোহাম্মদ সায়েমকে সাংস্কৃতিক সম্পাদক এবং এড.শাহজাহান আলীকে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনের নির্বাহী সদস্যরা হলেন- নুরুল ইসলাম রাজা, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, তৌহিদুল ইসলাম চৌধুরী, মো. ইব্রাহিম চেয়ারম্যান, রফিক উদ্দিন রাফি, জুনায়েদ হাসান, মো. মাঈনুদ্দিন, নুরুল ইসলাম সিকদার, সাইফুল ইসলাম, শফিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া, মাহাবুব ইবনে ছাবের চেয়ারম্যান, হেলাল উদ্দিন চৌধুরী, জাফর আহমদ, মাসুম সওদাগর, আব্দুর রহিম, রফিকুল ইসলাম খসরু, মো. ইব্রাহিম, মো.আবু তাহের, মনজুরুল আলম ও মুজিবুর রহমান।
সংগঠনের সভাপতি মো.ইব্রাহিম চৌধুরী বলেন, নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, দল-মত নির্বিশেষে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা, বাজার কারসাজি বন্ধ করে সুষ্ঠু প্রক্রিয়ায় জনগণের নিকট পণ্য-সেবা পৌঁছানো, সড়কে ব্যবসায়ী পণ্যের উপর চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সর্বোপরি ব্যবসা কার্যক্রম পরিচালনায় সময় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এ সংগঠনের প্রধান কাজ।
Discussion about this post