চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫:
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পক্ষ থেকে মুখগহ্বর ও দন্ত পরীক্ষার আয়োজন করা হয়। সিভাসুর ছাত্র কল্যাণ দপ্তর ও মেডিকেল সেন্টারের উদ্যোগে পরিচালিত এই ক্যাম্পটি উদ্বোধন করেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডা. মিজানুর রহমান, ডেন্টাল বিশেষজ্ঞ (চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল ও সার্জিস্কোপ হাসপাতাল)। এতে সিভাসু পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং বিনামূল্যে দাঁত ও মৌখিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুযোগ পান। মৌখিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিভাসুর শিক্ষার্থীরা এ উদ্যোগের জন্য সিভাসু প্রশাসন, পরিচালক (ছাত্র কল্যাণ), এবং সিভাসু মেডিকেল সেন্টারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
সিভাসুর ছাত্র কল্যাণ দপ্তর নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে থাকে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় এ ধরনের বিশেষ কার্যক্রম অব্যাহত রাখবে।
ছবি: ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করছেন মাননীয় ভিসি ও সিভাসু পরিবারের সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
Discussion about this post