চট্টগ্রাম, ২৮ মে, ২০২৪:
সাতকানিয়ায় চায়ের দোকানের পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মাহমুদুল হক (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহমুদুলের বড় ভাই জিয়াবুল হক (৩৫)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৮মে দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল মারা যান। মাহমুদুল পেশায় দিনমজুর এবং একই ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউল আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করে।
মাহমুদুল হকের বাবা বদিউল আলম বলেন, আমার ছেলে মিঠার দোকান এলাকায় একটি মাছের খাদ্যপ্রস্তুতকারী মিলে দিনমজুরের কাজ করছিল। মিলের পার্শ্ববর্তী ফেরদৌসের চায়ের দোকানে চা পান বাবদ আমার ছেলের কাছ থেকে ১৭ টাকা পাওনা রয়েছে ছিল। এ পাওনা টাকা নিয়ে গত ২৬ মে আমার ছেলের সাথে চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে রায়হানের তর্কাতর্কি হয়। পরের দিন ২৭মে একই পাওনা টাকা নিয়ে পুনরায় তর্কাতর্কি হলে রায়হান আমার ছেলেকে লোহার রড দিয়ে মারতে উদ্যত হয়। পরে আমার বড় ছেলে এনাম দোকানে গিয়ে পাওনা টাকা পরিশোধ করে ঝগড়া মিটিয়ে দেয়। আজ মঙ্গলবার দুপুরে আমার ছেলে আবারও চায়ের দোকানে গেলে মীমাংসার বিষয়টি উপেক্ষা করে ফেরদৌসের ছেলে রায়হান মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা যোগে ২০/২৫ জনের কিশোর গ্যাং নিয়ে এসে আমার ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানিহাট আশ-শেফা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বদিউল আলম আরও বলেন, আমার ছেলের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আমি ছেলের খুনিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ছুরিকাঘাতে দিনমজুর খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চায়ের দোকানে পাওনা টাকার বিষয়ে ছুরিকাঘাতের ঘটনায় দিনমজুর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় ব্যবহৃত একটি মোটর সাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এখনও থানায় মামলা হয়নি।
Discussion about this post