চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর, ২০২৪:
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী- সিএমসি ডে উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণে আজ সকালে একটি র্যালি চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সকাল ১০টায় “সিমএসি ডে” উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডা. অজয় দেব র্যালি উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ- উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম তারেক সহ বরেণ্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহন করেন।
৬৭ তম সিএমসি ডে উদযাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে।
Discussion about this post