চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৪:
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক নির্বাচন কমিশনার ও সচিব সহ ১৮ জনের নাম উল্লেখ করে আজ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম।
মামলাটি সিনিয়র পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন ও অনিবার্চিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণাকারী হিসাবে তৎকালীন ১৬ জন নির্বাচন কমিশনার ও সচিব, একই নির্বাচনগুলোর মাধ্যমে জাতীয় সংসদ সদস্য পরিচয় দানকারী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও নির্বাচনে সহযোগিতাকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণের সাংবিধানিক অধিকার হরণের অভিযোগ করেন।
মামলায় শেখ হাসিনাকে ভুয়া সংসদ সদস্যদের নেতা, নির্বাচনের নির্দেশদাতা, ইন্ধনদাতা, ওবায়দুল কাদেরকে ভুয়া সংসদ সদস্য পরিচয় দানকারী, নির্বাচন আয়োজনের সহযোগিতাকারী বলে অভিযোগ করা হয়েছে।
আসামিদের তালিকায় ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকারী হিসাবে তখনকার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ, নির্বাচন কমিশনার আবু হাফিজ, মোহাম্মদ জাবেদ আলী, মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ শাহ নেওয়াজ, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকারী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাৎ হোসেন চৌধুরী , নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনকারী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আনিসুর রহমান, নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। দণ্ডবিধির ১২৪ক, ৪১৯, ৪২০, ৩৭,১১৫ ধারায় মামলাটি করা হয়।
উল্লেখিত নির্বাচনগুলোতে অভিযুক্তদের জনগণের অংশগ্রহণবিহীন প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করার অভিযোগে অভিযুক্ত করেন।
Discussion about this post