চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৪:
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দাবিতে সম্মিলিত নারী সদস্য ও উদ্যোক্তারা আজ বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। তারা বর্তমান কমিটি বাতিল করে নতুন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য ২৩ সেপ্টেম্বর সময়সীমা বেঁধে দিয়েছেন।
এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে উইম্যান চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে লিখিত বক্তব্যে জানান সদস্যদের পক্ষ থেকে নুসরাত হোসাইন।
তারা বলেন, বছরের পর বছর ধরে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে স্বৈরশাসন ও ভোটবিহীন কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। যার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছেন তৃণমূলের উদ্যোক্তা নারী সমাজ। তারা উইম্যান চেম্বারের বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির বিচার ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবি করেন। এসময় তারা সংগঠনের অনিয়মদুর্নীতি ও স্বজনপ্রীতির চিত্র তুলে ধরে চেম্বার সদস্যদের দোকান বরাদ্দে, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করার অভিযোগ করেন।
এতে দিন দিন স্থানীয় উদ্যোক্তা হ্রাস পাচ্ছে। বিগত কয়েক বছর যাবত বেশি অর্থের লোভে উইমেন্স ট্রেড ফেয়ার সেকেন্ড ও থার্ড পার্টির কাছে হাত বদল করা হচ্ছে বলে অভিযোগ করেন। অনেক সময় সদস্যরা দোকান বরাদ্দ পায় না। এসব কারণে নারী সদস্যরা উদ্যোক্তা পেশা থেকে দূরে সরে যাচ্ছে এবং
স্বৈরতন্ত্রের কবলে পড়ে চট্টগ্রাম উইম্যান চেম্বার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি।
সিডব্লিউসিসিআই-কে সংস্কারের দাবিতে তারা বাণিজ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই’র সদস্য শাহনাজ খান, জান্নাতুল মাওয়া মুন্নি, উদ্যোক্তাদের পক্ষে সাদিয়া আফরিন, আমেনা বেগম, মনোয়ারা বেগম সাকি ও নার্গিস রিক্তা।
Discussion about this post