চট্টগ্রাম,২৬ অক্টোবর, ২০২৪:
কেঁওচিয়া ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি মো.নুরুন্নবী বলেছেন, দেশের এক ক্রান্তিলগ্নে জননেতা কর্নেল অলির নেতৃত্বে জন আকাঙ্ক্ষা পূরণে এলডিপি গঠন করা হয়। এখন দলটির নেতা-কর্মীরা কর্নেল অলির নির্দেশে মানুষের সমস্যা সমাধানে সমাজে ভূমিকা রাখছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যাতে তাদের নিজ নিজ অধিকার নিয়ে এ দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে তার সব ধরনের সহযোগিতা এলডিপি করতে পিছপা হবে না। তিনি আজ ২৬ অক্টোবর বিকালে এলডিপির ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেরানিহাট হক টাওয়ার চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেঁওচিয়া ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ছৈয়দুল ইসলাম সাইমনের পৃষ্ঠপোষকতায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি আলী আকবর, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল জব্বার মানিক, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কেঁওচিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. ইলিয়াস, সহ সভাপতি মো.আলমগীর ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ । সভার আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করে। পরে হক টাওয়ার চত্বরে এসে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৬ অক্টোবর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম ও বিএনপির অন্য ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য একত্রিত হয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রতিষ্ঠা করেন।
Discussion about this post