চট্টগ্রাম, ০৬ নভেম্বর, ২০২৪:
পাহাড় কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ সহ পরিবেশ ও বন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে স্থানীয় অংশীজনদের সাথে মত বিনিময় সভা আজ ৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, পরিবেশ প্রতিবেশ ও বন রক্ষায় সরকার, প্রশাসন সহ প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। শুধু বাংলাদেশের সংবিধানই নয়, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। কাজেই আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটি অঙ্গীকারের জায়গা আছে। তাদেরকেও দেখাতে হয় আমরা উন্নয়ন শীল, সংবেদনশীল জাতি। আমরা পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করার জন্য কাজ করছি। পরিবেশ অধিদপ্তরের ইমেজ, ক্যাপাসিটি বাড়াতে হবে। পরিবেশ অধিদপ্তরকে সেই জায়গায় নিয়ে যাব। এজন্য এনফোর্সমেন্ট কার্যক্রমের জন্য সকলের টিম ওয়ার্ক দরকার।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুউল্লাহ নূরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপির কর্মকর্তা কবির হোসেন ভূঁইয়া।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ, ওয়াশা সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এতে তাদের কার্যক্রম ও মতামত তুলে ধরেন।
সভায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের সদস্যকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।