চট্টগ্রাম, ২২ নভেম্বর,২০২৪:
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ফরহাদ উদ্দিন বলেছেন, ২০১২ সালে বহির্বিভাগ নিয়ে যাত্রা শুরু করা হেলথ কেয়ার হসপিটাল এখন আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে ১২ বছরে পদার্পণ করেছে। বর্তমানে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিয়ে এ হসপিটাল অনেকটা পরিপূর্ণ। সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন প্রায় দুই শতাধিক রোগী এ হসপিটালে চিকিৎসা নিয়ে থাকে। হসপিটাল কর্তৃপক্ষ আন্তরিকতা, দক্ষতা ও সততার সাথে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গরিব ও দুস্থ রোগীদের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করে থাকে।
ডা.ফরহাদ ২১ নভেম্বর সকালে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ের অন্যতম জোন সাতকানিয়ার কেরানিহাটে হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১২ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা.ফরহাদ আরও বলেন, প্রসূতি সেবার ক্ষেত্রে মা ও বাচ্চাকে সুস্থ রেখে নরমাল ডেলিভারির চেষ্টা ও প্যাথলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে শতভাগ মাননিয়ন্ত্রণ ও আর্থিক ছাড় দেওয়ার ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করে এ হসপিটাল । অপরদিকে, হেলথ কেয়ার হসপিটাল ডেন্টাল ইউনিটের নতুন যাত্রা শুরু হয়েছে। যেখানে থাকবে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে যুগোপযোগী চিকিৎসা। কাজ করবে এক ঝাঁক দক্ষ ডেন্টাল সার্জন।
হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ডা.বিধান ধরের সভাপতিত্বে ও মার্কেটিং ডিরেক্টর কামাল উদ্দিন ও ডিরেক্টর আবু বক্করের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিজিসি ট্রাস্টের সহকারী অধ্যাপক ডা.এম এম নাসিমুজ্জামান, হসপিটালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা.কামরুল হাসান, মেডিকেল ডিরেক্টর ডা. গুঞ্জন চৌধুরী, হসপিটালের ডিরেক্টর ডা. প্রমিজ বড়ুয়া, এডমিন ডিরেক্টর মো. নুরুল ইসলাম, ডিরেক্টর আবুল বশর, সাবেক ইউপি চেয়ারম্যান মিসেস তসলিমা আক্তার ও আবু তাহের । বার্ষিক অডিট প্রতিবেদন পেশ করেন- অডিটর কাওসার আহমেদ। সভা শেষে হসপিটালের পক্ষ থেকে প্রতিজন ডিরেক্টরকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং বিকেল বেলা হসপিটালে দ্বিতীয় তলায় সাতকানিয়ার বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মধ্যে হেলথ কেয়ার হসপিটাল ডেন্টাল ইউনিটের আধুনিক চিকিৎসা ও বিশেষভাবে ইমপ্ল্যান্ট চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় হসপিটালের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post