চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর, ২০২৪:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরের যানজট নিরসনে যৌথ সভা গতকাল দুপুরে চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি নগরে ব্যাটারি রিকশা চলাচলের সড়ক নির্দেশনা ঘোষণা করেন।
তিনি বলেন, ট্রাফিক উত্তর জোনে কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দার হয়ে দামপাড়া পুনাক পর্যন্ত এবং ষোলশহর দুই নম্বর থেকে প্রবর্তক মোড় ও গোলপাহাড়, জিইসি, জাকির হোসেন রোড, ওয়ার্লেস মোড় পর্যন্ত মূল সড়কে ব্যাটারি রিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক দক্ষিণ জোনে দামপাড়া পুনাক ক্রসিং থেকে টাইগার পাস, নিউমার্কেট, কোতোয়ালি পর্যন্ত, নিউমার্কেট থেকে জুবিলি রোড, কাজীর দেউড়ি, আলমাস হয়ে ওয়াশা মোড় পর্যন্ত লালখান বাজার থেকে জামাল খান, গনি বেকারী, চট্টগ্রাম কলেজ থেকে আন্দরকিল্লা, কেয়ারি মার্কেট, গুলজার মোড়, অলিখান মসজিদ ও মেডিক্যালের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি রিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক পশ্চিম জোনে দেওয়ান হাট হতে আগ্রাবাদ বাদামতলী মোড়, এক্সেস রোড, ডিটি রোডের প্রধান সড়কে ব্যাটারি রিকশা চলতে পারবে না। ট্রাফিক বন্দর জোনে বারিক বিল্ডিংয়ের মোড় থেকে সল্ট গোলা ক্রসিং,কর্ণফুলী টানেলের গোলচত্বর, আকমল আলী রোডের মাথা, লিঙ্ক রোডের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ রাখতে হবে।
এছাড়া যানজট নিরসনে অন্যান্য অংশগ্রহণকারীদের প্রস্তাবগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন
ট্রাফিক সিএমপির দক্ষিণের ডিসি মোহাম্মদ মাহবুবুল আলম খান, উত্তরের ডিসি জয়নুল আবেদীন, বিআরটিএ এর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ আলম সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা , চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকনেতা ও প্রতিনিধিবৃন্দ, সিএনজি অটো রিকশা, ব্যাটারিচালিত রিকশা মালিক, চালকদের প্রতিনিধিবৃন্দ। তারা চট্টগ্রাম নগরে যানজট নিরসনে তাদের পরিকল্পনা, মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
Discussion about this post