চট্টগ্রাম, ১৫ মার্চ, ২০২৫:
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ -এ স্লোগানকে সামনে রেখে এ সংগঠন ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা, পারস্পরিক সম্পর্ক, ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা প্রদান, ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়ীদের স্কিল ডেভেলপ করা, আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে এ অংশ নিয়ে আন্তর্জাতিক ব্যবসার সাথে পরিচিতি লাভ এবং উৎপাদনমুখী ব্যবসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৫ মার্চ বিকালে সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফ- এর উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, দেশে লাখ লাখ বেকার যুবকদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে শিক্ষিত বেকার যুবক-যুবতি। যারা চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে চরমভাবে হতাশ। তাদের অল্প পুঁজিতে ব্যবসায় সুযোগ দেওয়ার পাশাপাশি পর্যায়ক্রমে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করবে এ সংগঠন। সর্বোপরি দেশ ও জাতিকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে এ সংগঠন মুখ্য ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, উদ্যোক্তা তৈরিতে সকল বাঁধা দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা চালাবে আইবিডব্লিউএফ।
সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের দক্ষিণ জেলার উপদেষ্টা মো.জাকারিয়া বলেন, এ সংগঠনটি শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে বড় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যে কোন সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষিত বেকারদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করি।
আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও দিদারুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বিআইডব্লিউএফ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মো. নুরুল হক, সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুম, উপজেলা উপদেষ্টা মো. নাছির উদ্দিন, তারেক হোসাইন, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী জসিম উদ্দিন, সদস্য মো. ইব্রাহীম চেয়ারম্যান ও মাঈনুদ্দিন হাসান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়নাল আবেদীন, মোর্শেদ আলম, আমান উল্লাহ, নুরুল ইসলাম রাজা, ছগির আহমদ, মৌলানা মফিজুর রহমান, মোর্শেদ আলম, সৈয়দ সরোয়ার কামাল, মো. মহিউদ্দিন ও মো. আবছার প্রমুখ।
সম্মেলন শেষে আবুল কালাম আজাদ চৌধুরীকে সভাপতি, দিদারুল আলমকে সেক্রেটারি ও কাজী জাহাঙ্গীর আলমকে অর্থ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট সাতকানিয়া উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
ছবি: সাতকানিয়ায় আইবিডব্লিউএফ-এর সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
Discussion about this post