চট্টগ্রাম, ৮ ডিসেম্বর,২০২১: ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান(তিন বাহিনীর প্রধান) জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ ভি হেলিকপ্টারটির ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন যাদের মধ্যে ভারতের সিডিএস বিপিন রানওয়াত, তার স্ত্রী মাধুলিকা রাওয়াতও ছিলেন।
দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর এক টুইটে হতাহতের সংখ্যা জানানো হয়। টুইটে বলা হয় – গভীর দুঃখের সাথে জানাচ্ছি, দুর্ভাগ্যজনক ওই ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরো ১১ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আজ ৮ নভেম্বর দুপুর ১২ টা ২০ মিনিটে তামিল নাড়ুর কুন্নরে নীলগিরি হিলস এলাকার চা বাগানে হেলিকপ্টারটি আকাশ থেকে নিচে পড়তে পড়তে আগুন ধরে যায়। হেলিকপ্টারটি তামিলনাড়ুর নিকটবর্তী একটি বিমানঘাঁটি থেকে উরাহগামনরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। এর আগে সকালে নয়াদিল্লি থেকে তামিলনাড়ুর সুলুরের উদ্দেশ্যে সস্ত্রীক বিপিন রানওয়াত, ৫ জন ক্রু ৯ জন যাত্রী নিয়ে ছাড়ে হেলিকপ্টারটি।কোইমবাটোরের সুলুর সেনা ঘাঁটিতে গিয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত।
শুধু বেঁচে গেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। যাত্রীদের মধ্যে ছিলেন সস্ত্রীক বিপিন এবং ৭ জন সেনা কমান্ডো।
তারা হলেন- ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লে. কর্নেল হারজিন্দার সিং, এন কে গুরু সেবক সিং, এনকে জিতেন্দ্র কর, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বিএস আই তেজা, হাবিলদার সাতপাল।
ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল ৬৩ বছর বয়সী বিপিন রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে যোগ দেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাপ হিসাবে।
Discussion about this post