চট্টগ্রাম, ১৪এপ্রিল, ২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের আলীনগর এলাকায় গত রবিবার রাতের আঁধারে কীটনাশক (বিষ) প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ করা হয়েছে। পুকুরটির মালিক ঢেমশা ইউপির সাবেক চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন। পুকুরে দুই লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল দাবি করে সাবেক চেয়ারম্যানের দাদা শফিকুর রহমান বলেন, আমরা সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করি। ১৪ এপ্রিল ফজরের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা পুকুরে ওজু করতে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখে মোবাইল ফোনে বিষয়টি আমাদের জানান। পুকুরে রুই, কাতলা, মৃগেল ও নাইলোটিকাসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে বিক্রি উপযোগি মাছও ছিল।
৮০ শতকের পুকুরের পানিতে শত্রুতা কারণে বিষ মিশিয়ে দিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, পুকুরের প্রায় মাছ মরে গেছে, কিছু মাছ অর্ধ মৃত অবস্থায় রয়েছে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post