চট্টগ্রাম, ২৭ এপ্রিল, ২০২৫:
বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে শিকার হয়ে এস্টার বম (৩১) নামের এক নারী আহত হয়েছেন। আহত নারীকে বান্দরবানের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ ২৭ এপ্রিল সকালে বান্দরবান-থানচি সড়কের ১৭ মাইলে চিম্বুক পাহাড়ে চোয়ানচুংপাড়া বম ছাত্রাবাসের এলাকায় এ ঘটনা ঘটে। ভাল্লুকের আক্রমণে ওই নারীর কোমড়ের ওপরে, পিঠেসহ শরীরের কয়েকটি স্থানে ক্ষত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলে করে বান্দরবান-থানচি সড়কের ৫ মাইলে নিজেদের বেথানিপাড়া থেকে এম্পুপাড়ায় যাচ্ছিলেন। ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম হোস্টেল পেরিয়ে সড়কটির ঢালুতে নামার সময় জঙ্গল থেকে একটি ভাল্লুক অতর্কিতে হামলা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে তাকে বান্দরবান সদরে ইম্মানুয়েল মেডিকেল সেন্টারে আনা হয়।
ভুক্তভোগীর স্বামী লাল তান জুয়েল বম বলেন, হঠাৎ করে জঙ্গল থেকে নেমে তার স্ত্রীকে ভাল্লুক আক্রমণ করে। তবে মোটর সাইকেলের নিচে চাপা থাকায় তাকে ও দাঁড়িয়ে থাকা তাদের শিশু সন্তানকে ভাল্লুকটি আক্রমণ করতে পারেনি। ভাল্লুকটির উচ্চতা আনুমানিক পাঁচ ফুট হবে বলে জানান তিনি।
তবে ভালুকের আক্রমণে শিকার হয়ে এস্টার বম শঙ্কামুক্ত বেলে চিকিৎসক জানিয়েছেন।
টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, যাওয়ার পথে ভাল্লুক আক্রমণে এক নারী শিকার হয়েছে বলে খবর পেয়েছি।
২০২১ সালে চিম্বুক পাহাড়ের পাবলা হেডম্যানপাড়ায় ভাল্লুকের আক্রমণে এক শিশুসহ দুজন আহত হয়েছিল। ২০২০ সালেও ভাল্লুকের আক্রমণে চিম্বুকপাড়া ও থানচিতে চারজন আহত হয়েছে।