চট্টগ্রাম. ০২ মে., ২০২৫:
চট্টগ্রাম নগরে জামায়াত ইসলামীর পর বিএনপিও খাল খনন শুরু করেছে আজ ২ মে থেকে। গত ১৯ এপ্রিল জামায়াতের উদ্যোগে ইসহাকের পুল পয়েন্ট থেকে বির্জা খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ নগরের উত্তর কাট্টলির কর্নেল হাট পয়েন্ট থেকে খাল ও ছড়া কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সকালে এ উপলক্ষে জলাবদ্ধতা নিরসনে খাল খননের অংশ হিসাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উত্তর কাট্টলি বিএনপির উদ্যোগে কাট্টলি নাজির খাল ও কালির ছড়া খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান কাট্টলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামবাসীর সৌভাগ্য দক্ষ সুযোগ্য, শিক্ষিত সৎ একজন মেয়র চট্টগ্রাম মহানগরের নেতৃত্ব দিচ্ছেন। মেয়র হিসাবে ডাক্তার শাহাদাত হোসেনকে পাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে চট্টগ্রাম নগরবাসীর।
তিনি বলেন, খাল খনন কর্মসূচি বিএনপির সংস্কার কর্মসূচির অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে অনেক আগেই সংস্কারের ডাক দিয়ে গেছেন। এদেশে বিএনপির আগে কেউ সংস্কার শুরু করনি। সভা শেষে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন খান খনন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
সভায় বিএনপি নেতৃবৃন্দ জানান, কাট্টলি নাজির খাল ও কালির ছড়া খননের জন্য স্থানীয় বিএনপি ৮০ লাখ টাকার ফান্ড করেছে। এ ফান্ডের টাকা খাল খননের কাজে ব্যয় করা হবে।
Discussion about this post