চট্টগ্রাম, ৫ মে, ২০২৫:
চট্টগ্রাম অঞ্চলের সাপ্তাহিক পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সোমবার (৫ মে) সন্ধ্যার দিকে সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল আবছার চৌধুরী উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র। এ ছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
থানা পুলিশ জানান , গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপ পরিদর্শক রোমান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার সন্ধ্যার দিকে সাতকানিয়া জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, নুরুল আবছার চৌধুরীকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post