চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবমেরিন ও যুদ্ধ জাহাজসমূহকে পোতাশ্রয়ে নিরাপদ জেটি সুবিধা প্রদানের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়াতে আধুনিক বেসিন সুবিধা সম্বলিত স্থায়ী সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপকূলবর্তী এলাকায় নৌ বাহিনীর জাহাজসমূহের অপারেশানাল ও যোগাযোগ সুবিধা বৃদ্ধির জন্য ‘শের-ই-বাংলা ঘাঁটি’র নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে।
তিনি আজ সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত মিডশিপম্যান ২০১৯/এ ব্যাচ ও ডাইরেক্ট এন্টি অফিসার ২০২১/ বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নতুন নতুন জাহাজ এবং সমরাস্ত্র সংযোজনের পাশাপাশি এসব অত্যাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌ বাহিনীর সাংগঠনিক কাঠামো বৃদ্ধি এবং সময়োপযোগী করার ক্ষেত্রেও আমাদের সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা’র পদনাম পরিবর্তন করে ‘কমান্ডার ঢাকা নৌ অঞ্চল’ করা হয়েছে এবং একই সঙ্গে পদবি কমডোর থেকে রিয়ার এডমিরালে উন্নীত করা হয়েছে।
সততা, সঠিক নেতৃত্ব ও আত্ম ত্যাগ এই ত্রি-মাত্রিক মন্ত্রে বলীয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে নৌ বাহিনীর সদস্যদেরও সদা প্রস্তুত থাকারও আহবান জানান এবং নৌ বাহিনীর সক্ষমতা আরো বাড়ানো পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হন। এবং প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজ অবলোকন এবং তাদের সালাম গ্রহণ করেন। আজ সকালে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌ বাহিনীর ৩৬ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্টি অফিসার মোট ৪৪ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বিভিন্ন বিষয়ে সব্বোর্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। সদ্য কমিশন প্রাপ্তদের মধ্যে মিডশিপম্যান মোহাম্মদ মোহতাসিম সিফাত সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে সেরা চৌকস মিডশিপম্যান হিসাবে সোর্ড অব অনার লাভ করেন। ২য় সর্বোচ্চ মান অর্জনকারী মিডশিপম্যান আলিফ আবদুল্লাহ নৌ প্রধান স্বর্ণপদক লাভ করেন। ডাইরেক্ট এন্টি অফিসারদের মধ্যে সাব লেফটেন্যান্ট মোহাম্মদ আবদুল মমিন বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্বর্ণপদক লাভ করেন।
অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৌরবময় স্বাধীনতার বিজয়ের মাসে আপনার দিক নির্দেশনা ও মূল্যবান উপদেশ নৌবাহিনীর নবাগত অফিসারদের নিসন্দেহে দেশপ্রেম ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত যে আপনার উৎসাহ মূলক বক্তব্যে উজ্জিবিত হয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার ও নৌ সদস্যগণ আগামী দিনে জাতীয় নিরাপত্তা রক্ষাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় আরো গতিশীল এবং অনন্য ভূমিকা পালন করবে। বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী অতীতের ন্যায় আগামীতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
Discussion about this post