চট্টগ্রাম, ১৪ জুন,২০২৫:
চট্টগ্রামের সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ চট্টগ্রামের ত্রিমুখী জংশন কেরানিহাটের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী।
আজ ১৪ জুন সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং না করতে চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান দলের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কীর্তিমান চাকমা বলেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা ও দোকানপাট গড়ে তোলায় প্রতিনিয়ত যানজট ও সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।