চট্টগ্রাম, ৯ডিসেম্বর, ২০২২
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ষাট শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী বর্ষায় প্রকল্পের সুফল মানুষ দেখতে পাবে। জলাবদ্ধতার ভোগান্তি নগরবাসীর অনেকাংশ লাঘব হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আজ দুপুরে প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা এই আশা ব্যক্ত করেন।
সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আনোয়ার পাশা, প্রধান প্রকৌশলী, প্রকল্পের পিডি লে. কর্নেল আলিম, পানি উন্নয়ন বোর্ডের প্রকাশৌলী, ওয়াশার প্রকৌশলী , বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা আরো বলেন, চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতা মুক্ত করা সকলের দায়িত্ব। এটা দেশের ভাবমূর্তির প্রশ্ন। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ টি খাল খনন করা ও সংস্কার কাজে সংশ্লিষ্ট সকলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তারা বলেন, সিডিএ এর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হবার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় আরও ২১ টি খাল সংস্কার করা যায় তাহলে বর্ষায় নগরী জলাবদ্ধতামুক্ত হবে। তবে এজন্য বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে বলে অংশগ্রহণকারীরা মতামত দেন।