চট্টগ্রাম, ৩০ অক্টোবর, ২০২৫:
লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ যৌথভাবে ২৮ অক্টোবর সিডিসি প্রজেক্ট অফিস, ব্যাটারি গলিতে সুবিধাবঞ্চিত কিশোরী ও মানুষের জন্য এক গুচ্ছ সার্ভিস কর্মসূচি আয়োজন করে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন রওশন আক্তারের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন লিপি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইমিডিয়েট পাস্ট জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন লায়ন এস জোহা ও সম্মানিত অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন নেসার আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা আজ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন। তাদের এ সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য আমাদের সচেতনতার সাথে কাজ করতে হবে। এ ধরনের মানবিক অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ক্লাবগুলোকে ধন্যবাদ জানান ও সহযোগিতার জন্য সিডিসির প্রশংসা করেন।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সত্যিই এ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় উপকারে আসবে বলে আমি মনে করি। অতিথিবৃন্দ এ সেবামূলক আয়োজনকে খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার উপর মূল বক্তব্য উপস্থাপন করেন সেন্ট্রাল শাপলা ক্লাবের ফাউন্ডার ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদ ও কিশোরদের স্বাস্থ্য সচেতনতা ও সেবার উপর বক্তব্য দেন ক্লাব ডাইরেক্টর লায়ন কাশফিয়া নূর আশরাফি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইপিপি লায়ন শিরিন আক্তার, ট্রেজারার লায়ন আরজুমান্দ বানু, প্রগ্রেসিভ সাউথ ক্লাব প্রেসিডেন্ট আক্তার হোসেন, মোহাম্মদ আলী, সিডিসির লিজা ও সুইটি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কিশোরীদের মাঝে হাইজিন কিটস,খাদ্য, লিফলেট ও দুই জন সুবিধাবঞ্চিত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। বিজ্ঞপ্তি








