চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৫:
লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল শাপলা ২২শে অক্টোবর চট্টগ্রাম নগরের খুলশির আশার আলো বিদ্যাপীঠের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে আইডি কার্ড, খাদ্য ও খেলনা বিতরণ করেছে। ক্লাব আইপিপি লায়ন শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন লিপি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সন্মানিত ইমিডিযেট পাস্ট জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সম্মানিত ২য ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি পিএমজেএফ। সম্মানিত অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে আইডি কার্ড, খাদ্য ও খেলনা বিতরণের এ অনুষ্ঠান আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আইডি কার্ড শিশুদের জন্য সত্যিই খুব প্রয়োজন যেটা এসব শিক্ষার্থীদের আগে ছিলো না। তিনি সেন্ট্রাল শাপলা লায়ন ক্লাবকে এ ধরনের মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
সম্মানিত ২য ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকি পিএমজেএফ তার বক্তব্যে বলেন, শিশুদের জন্য আইডি কার্ড প্রদান ও স্কুলে খেলাধূলা করার জন্য খেলার সামগ্রী প্রদানের এ উদ্যোগ প্রশংসার দাবিদার! তিনি এ ধরনের কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও খেলনা বিতরণ করেন।
আরো বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন তারেক কামাল, ক্লাব ফাউন্ডার ও রিজিয়ন চেয়ারপারসন লায়ন সোহেলা রহমান মাহমুদ, স্কুল কমিটির সদস্যবৃন্দের মধ্যে মিসেস নাসিম বানু, মিসেস শামীমা জাহান, মিসেস শাহনাজ বিথী। স্কুল শিক্ষক মিস ইয়াসমিন জাহান চৌধুরী ও মিস জান্নাত ফেরদৌস লাকী ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি








