চট্টগ্রাম, ০৩ নভেম্বর, ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ২৩৭টি আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। প্রার্থীদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩টি এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে মনোনয়ন পাচ্ছেন।
খালেদা জিয়া দিনাজপুর-৩, ফেনী-১ এবং বগুড়া-৭ আসনের প্রার্থী। বগুড়া-৬ থেকে নির্বাচন করবেন তারেক রহমান।
বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
২৩৭ প্রার্থীর মধ্যে চট্টগ্রামের ১০ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন-চট্টগ্রাম-১: মিরসরাই আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২: ফটিকছড়ি আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪: সীতাকুন্ড আসনে কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম-৫: হাটহাজারী আসনে মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম -৭: রাঙ্গুনিয়া আসনে হুম্মাম কাদের চৌধুরী,
চট্টগ্রাম-৮: চান্দগাঁও, বোয়ালখালী ও পাঁচলাইশ আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম -১০(পাঁচলাইশ -ডবলমুরিং- পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২: পটিয়া আসনে এনামুল হক, চট্টগ্রাম-১৩: আনোয়ারা আসনে সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১৬: বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 
পরে ঘোষণা করা হবে- চট্টগ্রাম-৩ সন্দ্বীপ, চট্টগ্রাম- ৬ রাউজান, চট্টগ্রাম-৯ কোতোয়ালি -বাকলিয়া, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ- সাতকানিয়া আংশিক,চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের প্রার্থীদের নাম।
যেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সেসব আসনে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং কিছু আসন শরীকদের জন্য ছেড়ে দিবে বিএনপি।
প্রার্থীর নাম ঘোষনার আগে আজ দুপুর সাড়ে বারটায় বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘন্টার এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। সে হিসেবে আজকে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
	    	







