চট্টগ্রাম, ০৪ নভেম্বর, ২০২৫:
খালেদা-তারেক সহ ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণার পর এক সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি তাদের কার্যালয় রাজধানীর রূপায়ন টাওয়ারে।
এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট। তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে।
এ প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।’
তবে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে কাজী রওনকুল ইসলাম নামে এক ছাত্রনেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। যশোর-৬ আসনের প্রার্থী হিসেবে রওনকের নাম ঘোষণা করা হয়। তিনি ছাত্রদলের বিগত কমিটির সভাপতি ছিলেন।
এছাড়া মনোনয়ন দিয়েছে তরুণ নেতা ইশরাক হোসেন সহ অনেক তরুণদের। 
বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা সম্পর্কে বলতে গিয়ে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে পাটওয়ারী বলেন, ‘আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ন রেখে সংস্কার অব্যাহত রাখব।’
তবে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নাম নেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এডভোকেট জয়নাল আবেদীন ও আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেটের সাবেক মেয়ার আরিফুল হক সহ অনেক সিনিয়র নেতা, যাদের মনোনয়নের ব্যাপারে আশায় ছিলেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার নেতাকর্মীরা।
তবে এবার বিএনপি মনোনয়ন দিয়েছে ১০ নারী প্রাপ্তিকে যারা সরাসরি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন।
নারী, তরুণ ও প্রবীণ প্রার্থীদের সমন্বয়ে এবার বিএনপি মনোনয়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দ।
	    	






