চট্টগ্রাম, ৫ফেব্রুয়ারি, ২০২২ :
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা বিতর্কের মধ্যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হিসাবে ঘোষিত জায়েদ খানের প্রার্থিতাকে অস্বীকার করে ১ সপ্তাহ পর নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে আজ। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনাসহ নানা অভিযোগ আনা হয়। যে কারণে তার প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড।
৫ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আপিল বোর্ডের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
তিনি বলেন, জায়েদ খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। যথাযথ সাক্ষী-প্রমাণ উপস্থাপন করেছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা । দু’পক্ষকে নিয়েই বৈঠক ডাকার পর সবকিছু জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ সত্য মনে হওয়ায় সকলের বিবেচনা সাপেক্ষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হবার ঘোষণা শুনে কেঁদে ফেলেন নিপুণ। তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আমি
জায়েদ খানের সাধারণ সম্পাদক বাতিল করায় চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বারের এই সাধারণ সম্পাদক বলেন, আমি আইনি নোটিস দেওয়ার পরও তারা যা করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করব।
এর আগেও তিনি বলেছিলেন, ২৯ জানুয়ারির পর আপিল বোর্ড বিলুপ্ত হয়েছে। বিষয়টি নিয়ে আপিল বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।
২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার পর জায়েদ খান ১৩ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ফলাফল ঘোষণার পর জায়েদেও বিরুদ্ধে কারচুপি ও জালিয়াতির অভিযোগ করে আসছিলেন প্রতিদ্বন্দ্বি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার। জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে তিনি আদালতে যাবার হুমকিও দেন।
Discussion about this post