চট্টগ্রাম,২১ ফেব্রুয়ারি, ২০২২:
আজ অমর একুশে ফেব্রুয়ারির মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে।
নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে নির্মিত বিকল্প শহীদ মিনারে রাত ১২ টা এক মিনিটে বিউগলের সুরে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়। অতঃপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পালা।
শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় মেয়র মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহানগর পুলিশ, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ, চট্টগ্রাম মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, সিআইডি, টুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, রেল ও নৌ পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ টেলিভিশন- চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসমূহ।
এ সময় স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, এসপি এস এম রশিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার সহ অন্যান্যরা পুস্পস্তবক প্রদানে নিজ নিজ প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন।
Discussion about this post