চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি,২০২১:
দীর্ঘদিন বাংলা ভাষায় সব্বোর্চ আদালতের রায় লেখা নিয়ে আইনি বাধ্যবাধকতা সহ নানা মহল থেকে তাগাদা থাকার মধ্যে এবছর একুশে ফেব্রুয়ারি থেকে বাংলায় আদালতের রায় লেখা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতি গণমাধ্যমকে এই কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা যাতে আদালতের রায় বুঝতে পারে সেজন্য ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে যুক্ত হয়েছে নতুন সফটওয়্যার ‘আমার ভাষা’। এই সফটওয়্যার ইংরেজিতে লেখা রায় বাংলা অনুবাদ করবে।
১৯৮৭ সালে উচ্চ আদালতসহ সর্বক্ষেত্রে‘বাংলা ভাষা প্রচলন আইন’ হয়েছিল । সেখানে ‘বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখিতে হইবে’ এমন নির্দেশ দেওয়া হয়েছিল।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ভাষা শহীদরা যে দেশপ্রেম ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষার জন্য শহীদ হয়েছিলেন আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রধান বিচারপতির সাথে সুপ্রিমকোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ মাধ্যম, ছবি দৈনিক সমকাল
Discussion about this post