চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি,২০২২:
কক্সবাজারের চকরিয়ায় তরকারি বোঝাই পিকআপ চাপায় একই পরিবারের পাঁচ সহোদর নিহতের ১৫ দিনের মাথায় একই ঘটনায় আহত আরেক সহোদর রক্তিম শীল(৩১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাথা, হাত, পা ও পাঁজরে আঘাতপ্রাপ্ত রক্তিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
চমেক হাসপাতালের চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রক্তিম মঙ্গলবার সকালে মারা গেছেন। গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে বাবা পিতা সুরেশ শীলের শ্রাদ্ধ অনুষ্ঠানের শশ্মানের ক্রিয়াকর্ম শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের মালুমঘাট এলাকায় তরকারি বোঝাই পিকআপ চাপায় নিহত হন একই পরিবারের পাঁচ সহোদর।
সারাদেশ ব্যাপি আলোচিত এই ঘটনায়
পল্লী চিকিৎসক ডা. সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় একটি তরকারি বোঝাই পিকচাপায় ঘটনাস্থলে নিহত হয় তার পাঁচ ছেলে অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্বরণ সুশীল। এ সময় আহত হয় সুরেশের আরও দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলের মধ্যে প্লাবন শীল সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও আজ মারা গেলেন রক্তিম শীল। খবর ও ছবি: সংবাদমাধ্যম
Discussion about this post