চট্টগ্রাম, ১৯ মার্চ, ২০২২২: চট্টগ্রাম বন্দরে গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে একটি লাইটার জাহাজের সাথে অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় একটি জাহাজ ডুবতে শুরু করে। ডুবতে থাকা জাহাজটিতে ১৩ জন নাবিক ও ক্রু ছিলেন। জাহাজে থাকা ১৩ নাবিক ও ক্রুর মধ্যে আটজনকে উদ্ধার করা হলেও বাকী পাঁচজন নাবিকের খোঁজ এখনো মেলেনি।
ধাক্কা খাওয়া জাহাজ দুটির মধ্যে একটি হল আবুল খায়ের গ্রুপের ‘এমভি টিটু-১৪’ লাইটার জাহাজ। আরেকটি জাহাজ নোঙর করা অবস্থায় ছিল। এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আবদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজটি আরেকটি বালুবাহী বার্জের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। জাহাজে ১৩ জন নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হলেও এখনও বাকী পাঁচজনের খোঁজ মিলেনি। তাদের উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি জাহাজ ও চারটি বোট কাজ করছে। কোস্টগার্ড ও বন্দরের পাইলট বোট নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বন্দর সচিব ওমর ফারুক জানান, ডুবে যাওয়া জাহাজটিতে থাকা সকল নাবিকদের উদ্ধারে অভিযান চলছে। বন্দরের চ্যানেল স্বাভাবিক রয়েছে, জাহাজ আসা-যাওয়ায় কোনো সমস্যা নেই। আর ডুবে যাওয়া জাহাজটি সিমেন্ট ক্লিংকারবোঝাই ছিল।
Discussion about this post