চট্টগ্রাম,৩০ মার্চ,২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের ওরিয়েন্টেশান কর্মশালা বুধবার, ৩০ মার্চ নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশান কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। কর্মশালায় প্রকল্পের বিষয়ে উপস্থাপনা করেন মমতা’র ইউপিএইচসিএসডিপি-২’র প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল করিম। কর্মশালার উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন চসিক-এর আরবান প্রজেক্ট ম্যানেজার ডা. হাসান মুরাদ, মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের আরবান প্রকল্পের ফিন্যান্স এন্ড এডমিন ম্যানেজার আনসার আহমেদ প্রমুখ। কর্মশালায় সেশন পরিচালনা করেন ইকবাল আল মাহামুদ, নাহিদ ফারহানা ফারুকী, ডা. ফারহানা তাবাসসুম, ডা. হাবিব ই খুদা, ডা. আসমা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মুল লক্ষ্য হলো নগর এলাকার হতদরিদ্র ও সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর দৌরগোড়ায় যাতে যথাযথভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা। সে লক্ষ্যে মমতা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এ জন্য প্রকল্পের সকল কর্মীদের আন্তরিক ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে চসিক এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, করোনা মহামারি মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সাহসের সাথে কাজ করেছে। কোভিড ভ্যকসিনেশন কার্যক্রমের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে চসিক ইতোমধ্যে ৯৪% নগরবাসীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে সক্ষম হয়েছে। মমতা’র কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, মমতা’র কার্যক্রম বিশেষত স্বাস্থ্য সেবায় ১৪ বার জাতীয় পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করেছে। এই প্রকল্পের অতীত পর্যালোচনায়ও দেখা যায় এই ক্ষেত্রে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্বের অংশীদারিত্ব নিশ্চিত করেছে মমতা। আশা করি অতীতের মতো মমতা এবারও এই সাফল্যর ধারা অব্যহত রাখতে পারলে চট্টগ্রাম সিটি করপোরেশনও এতে সম্মানীত বোধ করবে। বিজ্ঞপ্তি
Discussion about this post