চট্টগ্রাম, ১৯ এপ্রিল, ২০২২:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল, সোমবার নগরীর হালিশহরের মমতা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার ও দোয়া মাহফিলের এক সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং মমতার কার্যক্রম সম্পর্কে মতামত ব্যক্ত করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন- মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফ, সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, কার্যকরী পরিষদের সদস্য অরুন কুমার সাহা, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক সহ পরিচালকবৃন্দ। মমতার সকল প্রকল্প/কর্মসূচির সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মমতার কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা ও এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন- আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী।
মমতার খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে মমতার প্রধান নির্বাহী বিশেষ অভিমত প্রকাশে বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সকলের জন্য পবিত্রতম একটি মাস। এ মাসের পবিত্রতা রক্ষার্থে ও মাহে রমজানের প্রতি সম্মানার্থে মমতা প্রতিবছর এ আয়োজন করে থাকে। মমতা বিশ্বাস করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ও কল্যাণের মাধ্যমেই শান্তি নিহিত রয়েছে। তাই এ মাসটির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে মমতা।
এছাড়াও পবিত্র রমজান মাসের কল্যাণে তিনি দেশ ও জাতির আধ্যাত্মিক মঙ্গল কামনায় সকলের প্রতি বিশেষ আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Discussion about this post